বাগমারা উপজেলা বিএনপির আয়োজনে বুধবার বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের নেতৃত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এরপর দলীয় নেতাকর্মীদের আগমনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও বাজারের আলুহাটায় এসে মিলিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গাফফারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।
অধ্যাপক কামাল হোসেন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ উপজেলা পর্যায়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে, অথচ কেউ কেউ এসব কিছুকে তোয়াক্কা না করে ইচ্ছে মতো কর্মসূচি পালন করেন। তাহলে আপনারাই বলেন কে দলের জন্য ক্ষতি করছে। আগামী নির্বাচনে দল অবশ্যই স্বচ্ছ ও জনপ্রিয় ব্যাক্তিকেই মনোনীত করবেন ইনশাআল্লাহ। এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার ও পরামর্শ দেন।
সাবেক যুবদল নেতা আতিকুর রহমান জর্জ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য উপাধ্যক্ষ আব্দুস সোবহান, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ইউসুফ আলী, ভবানীগঞ্জ পৌর যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সহ সভাপতি আলাউদ্দিন প্রাং, উপজেলা বিএনপির সদস্য শাহিন রেজা, অধ্যাপক এনামুল হক, মাষ্টার সাহানুল ইসলাম, রফিকুল ইসলাম, ছমির উদ্দিন, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা জিল্লুর রহমান, মহিলা দলের নেত্রী প্রভাষক রিনা ইসলাম, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম বাবু, বিএনপি নেতা সালাম পারভেজ প্রমূখ।