শিবগঞ্জে বিলের কচুড়িপানার নিচ থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই নারীর নাম কেয়া বেগম (২৫)। বুধবার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপর গ্রামের একটি বিলে লাশটি পাওয়া যায়। নিহত নারী কেয়া বেগম উপজেলার চিল্লাহীপাড়া সগ্রামের সুমন আলীর স্ত্রী।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ২৮ আগস্ট রাতে নিজের ঘরে ঘুমাতে যান কেয়া বেগম। কিন্তু পরদিন সকালে ঘরে ওই নারী ছিলেন না। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে ২৯ আগস্ট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
তিনি বলেন, বুধবার সকালে কেয়া বেগমের পিতা মির্জা শাহরিয়ার মেয়েকে খুঁজতে বের হন। ওই ব্যক্তিই প্রথমে পার্শ্ববর্তী বিলের কচুরিপানা নিচে মেয়ের অর্ধগলিত লাশটি দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন তিনি। ময়না তদন্ত প্রতিবেদন এলে প্রকৃত বিষয়টি জানা যাবে।