৪ সেপ্টেম্বর, ২০২৫

কামারখন্দ বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা 

কামারখন্দ বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা 

কামারখন্দে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণসমাবেশ ও আনন্দ শোভাযাত্রা হয়েছে।

কামারখন্দ উপজেলা বিএনপির আয়োজনে গণসমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোছাঃ রুমানা মাহমুদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কামারখন্দ উপজেলা বিএনপির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার এবং সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল-কায়েস।

গণসমাবেশে সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ বদিউজ্জামান ফেরদৌস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাতে রাব্বি উত্থান ।

প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ বলেন, বিএনপি জনগণের দল, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফেরিয়ে আনতে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাচ্ছি। বর্তমান সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণ বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে।

বিশেষ অতিথির বক্ত‌ব্যে আব্দুল্লাহ আল-কায়েস বলেন, যুব সমাজ আজ পরিবর্তন চায়। বিএনপির নেতৃত্বেই এ দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। কামারখন্দ উপজেলা বিএনপি সবসময় আন্দোলনের অগ্রভাগে ছিল এবং থাকবে।

কামারখন্দ উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সর্মথক ও সাধারণ জনগণ রংবেরঙের গেঞ্জি ও টুপি পরিধান করে,ব্যানার ফেস্টুন নিয়ে, শহীদ জিয়া, খালেদা জিয়া তারেক রহমানের প্রতিকৃতি ও জাতীয় এবং দলীয় পতাকা হাতে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে আনন্দ মিছিলে অংশ নেন।