নাসিরনগর উপজেলার ফান্দাউকে ব্যবসায়ীর নিজ ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে।
বুধবার ( ৩ সেপ্টেম্বর) ভোররাতে নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকায় এ ঘটনা ঘটে ফান্দাউক গ্ৰামের ওয়ালী মিয়ার ছেলে নিহত হাজী আলম মিয়া (৫৮) কুপিয়ে হত্যা করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতে নিহত আলমের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘরের টিন কেটে প্রবেশ করে এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আলম ফান্দাউক বাজারের একজন সুপরিচিত ব্যবসায়ী। তার এমন মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজহারুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি চুরির ঘটনা হতে পারে, চুরির করার এক পর্যায়ে হয়তো তাকে হত্যা করে, তবে অপর একটি পক্ষ বলছে পারিবারিক ও পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্তের পর হত্যার প্রকৃত রহস্য জানা যাবে।