৪ সেপ্টেম্বর, ২০২৫

নাসিরনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাসিরনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে নাসিরনগর উপজেলা বিএনপির  সভাপতি  এম হান্নানের নেতৃত্বে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। 

মোঙ্গলবার ( ৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে  উপজেলা বিএনপি সভাপতির  কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  শহীদ মিনার  মাঠে এসে শেষ হয়। এতে  অংশ নেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

তারা ব্যানার-ফেস্টুন, ক্যাপ, টি-শার্ট পরে বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগান দেন। মিছিল শেষে ইসমাইল হোসেন মিনু মিয়ার সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জেলা বিএনপির  সভাপতি এম এ হান্নান এছাড়াও আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিভিন্ন ইউনিয়নের -সভাপতি সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।