মূলত এশিয়া কাপ প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। এতে লিটন দাসের দলকে সফল ই বলা যায়।
এশিয়া কাপে খেলতে আগামী ছয় সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। মহাদেশীয় এই টুর্নামেন্ট লিটন মোস্তাফির জাকির তাসকিনদের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিরুদ্ধে। মূলত সেই ম্যাচের প্রস্তুতি হিসেবেই টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল লিটনের দল।
সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টি রূপ নেয় ঝুম বৃষ্টিতে। তাই মাঠ পরিদর্শনে যাওয়ার আগেই ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘোষণা দিলেন আম্পায়াররা। এ কারণে নেদারল্যান্ডকে ধবলধোলাই করা হলো না বাংলাদেশের।
সূত্র বলছে ম্যাচের ফল আনতে হলে নেদারল্যান্ডকে রাত নয়টা ৪৮ মিনিটের মধ্যে ব্যাটিংয়ে নামতে হবে। কিন্তু সিলেটে ওই সময়ের মধ্যে বৃষ্টি না থামায় অবশেষে ম্যাচটি পরিত্যক্ত করতে হয়েছে।
এর আগের দুই ম্যাচ বড় ব্যবধানে জিতেছে লিটনের বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের শেষ হওয়ার দশ বল বাকি থাকতে বৃষ্টির কারণে খেলা বন্ধ করতে হয়। অবিরাম বৃষ্টিতে সেই খেলা আর শুরু করা যায়নি। এর মধ্যে ব্যাট করতে নেবে লিটন দাস করেছেন অপরাজিত ৭৩ রান।