চীন রাশিয়া ও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প। বেজিনে তিন পারমাণবিক শক্তি নেতা যখন একটি বিশাল সামরিক কুচকাওয়াজে যোগ দিচ্ছিলেন, তখন ট্রাম্পের এমন অভিযোগ এল।
মঙ্গলবার রাতেই মার্কিন প্রেসিডেন্ট শি'কে উদ্দেশ্য করে নিজের ট্রুথ সোশ্যালে লিখেছেন 'ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাই, কারণ আপনারা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।'
এদিকে বিশ্ব নেতাদের বস্তিতে বুধবার বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারটি যেন সামরিক শক্তি প্রদর্শনের এক মহামঞ্চে পরিণত হয়। তৃতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশি বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশাল কুচক আওয়াজে প্রদর্শিত হয় চীনের আধুনিক যুদ্ধাস্ত্র, ট্র্যাঙ্ক, বালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ফাইটার জেট।
চীনের প্রেসিডেন্ট এবং দেশের সেনাবাহিনী ও কমিউনিস্ট পার্টি প্রধান শি জিনপিং কুচকাওয়াজের নেতৃত্ব দেন। তিনি পুতিন, কিম ছাড়াও অন্যান্য বিদেশি অতিথিদের আতিতেয়তা দেন।
তিনি প্রথমে চীনা বীর যোদ্ধাদের অভিবাদন জানান। পরে সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন। আসলে তিনি বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে অটল থাকবে।
১০ হাজার সেনার সামনে তিনি আরো বলেন, ' মানব জাতি আজ দাঁড়িয়ে আছে এক সংকটময় মোরে। চীন বিশ্বের মানুষের সঙ্গে মিলেও অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলবে।'
ঐতিহ্যবাহী ধূসর মাও স্যুট করে খোলা গাড়িতে দাঁড়িয়ে সেই কুচকাওয়াজ পরিদর্শন করেন, এরপর শুরু হয় মহড়া, যা বিস্তৃত হয় বেইজিংয়ের প্রধান সড়ক চাং আন অ্যাভিনিউ জুড়ে।
কুচকাওয়াজে নজর কাড়ে চীনের উন্নত মানের ক্ষেপণাস্ত্র সমূহ। বিশেষভাবে প্রদর্শিত হয় পারমাণবিক বহনে সক্ষম ডি এফ ৫ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যা চীনের প্রতিরক্ষা সক্ষমতায় একটি গুরুত্বপূর্ণ প্রতিক হিসেবে বিবেচিত।