বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্ব।
মোঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পি টি আই সুপার মার্কেট সংলগ্ন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাজী রমজান আলী ঈদগাহ মাঠে এসে শেষ হয়। এতে অংশ নেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
তারা ব্যানার-ফেস্টুন, ক্যাপ, টি-শার্ট পরে বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগান দেন। মিছিলের নেতৃত্ব দেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট কামরুজ্জামান মামুন।
এছাড়াও আলোচনায়বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আমিরুল হোসেন চকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই, আবুল কাসেম, এনাম খাঃ বশির আওয়াল মেম্বার প্রমুখ। উপজেলা ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি বলেন,গত ১৫ বছরে আওয়ামী ফ্যাসিবাদ আমাদের কোন অনুষ্ঠান করতে দেয়নি,এমন কি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতির শাহাদত বার্ষিকীর মিলাদ মাহফিলও করতে দেওয়া হয় নাই। আজ আমরা ৪৭ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পারন করছি।