উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চজ মঙ্গলবার ভোরে তার বিশেষ ট্রেনে করে চীন সীমান্ত অতিক্রম করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিনটি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং যাচ্ছেন তিনি৷ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবরটি নিশ্চিত করেছেন।
তারা জানায়, গতকাল সোমবার পিয়ংইয়ং থেকে রওনা হয়ে আজ ভোরে সীমান্ত পেরিয়ে চীনে প্রবেশ করেছেন কিম। আজ সকালেই তার বেইজিং পোঁছানোর কথা।