শিবগঞ্জে মাদক বিরোধী অভিযানে দুইজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রাপ্তদের মধ্যে মনাকষা ইউনিয়নের হাউডনগর গ্রামের খাইরুল ইসলামের ছেলে জিসান আলি (৩০) দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা এবং কানসাট এলাকার ইসরাইল আলির স্ত্রী পিয়ারা বেগম(৪০) সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
১ সেপ্টেম্বর সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অফিসের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের নেতৃত্নে মনাকষা ও কানসাটে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে দেশি চোলাই মদ উৎপাদনের কাঁচামাল ও বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে শিবগঞ্জ প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।