২ সেপ্টেম্বর, ২০২৫

শিবগঞ্জে পালিত হলো বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী

শিবগঞ্জে পালিত হলো বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছরের ইতিহাস নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ শিশু পার্ক মাঠে  শাহবাজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

শাহবাজপুর ইউনিয়ন  বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সভাপতিত্বে  ও  জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমানের সঞ্চালনায়  সভায় বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহবাজপুর ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম মহাজন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল মাস্টার, ২ নং ওয়ার্ড সভাপতি জাহিদ ডাক্তার,  সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য রোমান পারভেজ প্রমুখ।অনুষ্ঠানে শাহবাজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার দল। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা আরও বলেন, ৪৭ বছরে বিএনপি বারবার গণমানুষের পাশে থেকেছে। জনগণের অধিকার আদায়ে বিএনপিই একমাত্র শক্তি।