গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে গোবিপ্রবি ছাত্রদল।
রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট সংগঠনটির সভাপতি দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ স্বাক্ষরিত এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা এখনও যথাযথভাবে গড়ে ওঠেনি। এতে একদিকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীরা মারাত্মক আবাসন সংকটে ভুগছে।
ছাত্রদলের চার দফা দাবি হলো—
১. অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সীমানা নির্ধারণ ও শক্তিশালী বাউন্ডারি ওয়াল নির্মাণ।
২. আগামী ১৫ দিনের মধ্যে প্রধান ফটকের নির্মাণকাজ সম্পন্ন করা।
৩. দ্রুত জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করে ছেলে-মেয়েদের জন্য অন্তত দুটি নতুন আবাসিক হল নির্মাণ।
৪. সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।
স্মারকলিপিতে সংগঠনটি উল্লেখ করে, এসব দাবি দ্রুত বাস্তবায়িত না হলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।