১ সেপ্টেম্বর, ২০২৫

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে বিক্ষোভ

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গোবিপ্রবিতে বিক্ষোভ

‎চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি স্থানীয় সন্ত্রাসীদের হামলায় শিক্ষার্থীরা আহত হওয়ার ঘটনায় গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা।

শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে শিক্ষার্থীদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

‎বিক্ষোভ মিছিলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন এবং হামলার ঘটনার দ্রুত বিচার দাবি করেন। শিক্ষার্থীরা বলেন, দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর ওপর হামলা মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয় একটি নিরাপদ শিক্ষাঙ্গন, সেখানে এ ধরনের সহিংসতা দেশের উচ্চশিক্ষাকে প্রশ্নবিদ্ধ করে।

ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১ -২২
শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত ইসলাম শুভ বলেন, ' দেশী অস্ত্র দিয়ে আমাদের ভাই - বোনদের উপরে হামলা করা হয়েছে।  দ্বিতীয়বার যেন এমন হামলা করার কোন সাহস না পায় সেজন্য দোষীদের আইনের আওতায় এনে পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।  '

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা  অধ্যাপক বদরুল আলম।  তিনি বলেন,' ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কোন হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। কি করেছিল আমার

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এর কোমলমতি শিক্ষার্থীরা যে তাদের উপরে দেশী অস্ত্র দিয়ে হামলা করা হলো। আমার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান থাকবে কিছু মানুষ এই বিষয়কে পুঁজি  করে একটা বড় ধরনের অঘটন ঘটাতে পারে। তাই আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যেন এমন ঘটনার স্বীকার না হয় সেদিকে সবাই সজাগ দৃষ্টি রাখবে। '

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাজিবুর রহমান বলেন, ' বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কে টার্গেট করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে টার্গেট করা একটা বড় রকমের চক্রান্ত। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের যে যে জায়গায় শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে  আমি সকলের প্রতি সহমর্মিতা  জানাচ্ছি। আমি আশা করি আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষকের মধ্যে একটি ভালো বন্ধন আছে । সেই বন্ধন দিয়ে আমরা যে কোন ধরনের প্রতিকূল পরিবেশ মোকাবেলা করতে পারব। '

অবশেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিকে স্লোগান দিতে দিতে পরিভ্রমণ করে ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানাই।