১ সেপ্টেম্বর, ২০২৫

চীনে হাস্যেজ্জ্বল মোদি-পুতিন, তবে কী যুক্তরাষ্ট্র বিরোধী জোট হচ্ছে

চীনে হাস্যেজ্জ্বল মোদি-পুতিন, তবে কী যুক্তরাষ্ট্র বিরোধী জোট হচ্ছে

চীনের বন্ধুর শহর তি ইয়াঞ্জিনে সাধ্য হয় অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবস্থায় দেখা গেছে। দুই নেতাই এই সম্মেলনে একসঙ্গে হাজির হয়েছেন। তাদের সঙ্গে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলন শুরুর আগে মোদি ও প্রোটিন একসঙ্গে হেঁটে সেখানে হাজির হচ্ছিলেন। তারা একে অপরের সঙ্গে করমর্দন এবং কোলাকুলি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম প্রত্নের সঙ্গে একটি ছবি প্রায় শেয়ার করেছেন। 

মোদি লিখেছেন পুথিনের সঙ্গে দেখা করা সব সময়ই আনন্দের। আজকে এসসিও সম্মেলনের ফাঁকে এই দুই নেতার দ্বিপাক্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। 

এর আগে গতকাল শি'র সঙ্গে বৈঠক করেছেন মোদী। উভয় নিতাই সম্পর্ক জোরদারের কথা উল্লেখ করেছেন। 

কিরে রাস্তায় তো সংবাদ মাধ্যমিক গ্লোবাল টাইমস রিপোর্টে বলেছে, বৈঠকে প্রেসিডেন্ট শি মোদিকে বলেন, চীন ও ভারত পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়। বরং তারা হল সহযোগিতার অংশীদার। 

দুই দেশকে পরস্পরের কাছে হুমকি নয় বরং একে অন্যের কাছে উন্নয়নের সুযোগ সে কথা বলেছেন শি।