জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিভিন্ন ইস্যুর বিরুদ্ধে সরকারবিরোধী সহিংসতা বিক্ষোভ ইন্দোনেশিয়ায় আলোড়ন তুলেছে। রাজদানী জাকার্তায় বিক্ষোভের সময় পুলিশের গাড়িচাপায় এক তরুণ ডেলিভারি রাইডারের মুত্যুর পর ক্ষোভের আগুন আরো তীব্রভাবে জ্বলে উঠেছে।
শুক্রবার এক রেকর্ড করা অডিও ভাষণে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। সরকার ও তার নেতৃত্বের ওপর আস্থা রাখতে বলেন।
তবুও বিক্ষোভকারীরা পুলিশ ব্রিগেডের সদর দপ্তরে আগুন লাগায়। মধ্য জাকার্তার কুইতাং পাড়ায় পুলিশ কম্পাউন্ডের কাছে একটি পাঁচ তলা ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।