রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছে। একদল বিক্ষোভকারী এই হামলা চালিয়েছেন। তারা ভবনটির নিচতলায় আগুন দেয়। আজ শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। সেখানে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে একদল বিক্ষোভকারী জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায়। তারা কেন্দ্রীয় কার্যালয়ে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।
একপর্যায়ে কার্যালয়ে আগুন দেওয়া হয়। পরে পুলিশ জলকামান ব্যবহার ও লাঠিপেটা করলে বিক্ষোভকারী ছত্রভঙ্গ হয়ে যায়। জলকামান দিয়ে পুলিম আগুন নিভিয়ে ফেলে।