৩০ আগস্ট, ২০২৫

উল্লাপাড়ায় চলনবিলে দুই নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১০

উল্লাপাড়ায় চলনবিলে দুই নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলনবিলে পানসী ও শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের শুকলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাকসা গ্রামের সাহেব আলীর ছেলে রহিজ উদ্দিন (৪৩) এবং নরসিংহপাড়া গ্রামের কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শাহদত হোসেন ও আব্দুল আলীমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, চাকসা দক্ষিণপাড়া মায়ের দোয়া এক্সপ্রেস নামের একটি পানসী নৌকা রাতে চলনবিলে মহড়া দিচ্ছিল। এসময় শাহজাদপুরের এলাকা থেকে আসা বরযাত্রীবাহী একটি শ্যালো ইঞ্জিনচালিত বড় নৌকার সঙ্গে পানসী নৌকাটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পানসী নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ১০ জন আহত ও ২ জন নিখোঁজ হন। পরে গভীর রাতে নিখোঁজদের মরদেহ ভেসে ওঠে। দুর্ঘটনার পরপরই বরযাত্রীবাহী নৌকাটি ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার থেকে শনিবার থানায় লিখিত অভিযোগ করেছে। শ্যালো নৌকাটিকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।