২৯ আগস্ট, ২০২৫

যুদ্ধের সতর্কতা ইরানের, ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান

যুদ্ধের সতর্কতা ইরানের, ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান

আবারো আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে ইরানের। এ জন্য দেশকে ভেতর থেকে আরো শক্তিশালী করার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) তেহরানে এক সমাবেশে যুদ্ধ সম্পর্কে সতর্ক এই আহ্বান জানান তিনি।

বাঘের গালিবাফ বলেন, বর্তমান সময়েরি পরিস্থিতি, আঞ্চলিক গতিশীলতা ও আন্তর্জাতিক প্রেক্ষাপট সঠিকভাবে বুঝতে না পারলে ইরান বড় চ্যালেঞ্জের মুখে পড়বে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ন্যাটো এবং কিছু আঞ্চলিক দেশের সামরিক সক্ষমতা এখন সরাসারি ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

বাঘের গালিবাফ উল্লেখ করেন, ‘ট্রাম্পের প্রথম মেয়াদে পুরো অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা হয়েছিল। আজও এই সক্ষমতাগুলো আমাদের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে সমন্বিত।’

তিনি আরো বলেন, ইরানের ওপর বহির্বিশ্বের চাপ অব্যহত রয়েছে। তবে তেল আবিব ইতিহাসের সবচেয়ে বড় চাপে পড়েছে। ১২ দিনের যুদ্ধে ইরানের সামরিক বাহিনীর যে দুর্বলতা ছিল তা সংশোধন করা হয়েছে।