২৯ আগস্ট, ২০২৫

আবারো পরিবর্তন করা হলো রাকসু নির্বাচনের তারিখ

আবারো পরিবর্তন করা হলো রাকসু নির্বাচনের তারিখ

আবারো পরিবর্তন করা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ। রাকসু নির্বাচনে ভোট গ্রহণের নতুন তারিখ ঠিক করা আগামী ২৫ সেপ্টেম্বর। এর আগে ২৮ সেপ্টেম্বর শারদীয় দূর্গাপূজার মহাষষ্ঠীর দিনে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন। 

তবে প্রথমে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছিল ১৫ সেপ্টেম্বর। তৃতীয় ধাপে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর। 

সূত্র বলছে, মহাষষ্ঠীর দিনে রাকসুর ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করায় ক্যাম্পাসজুড়ে সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন। সমালোচনার মুখে বুধবার সন্ধ্যায় জরুরী সভা ডেকে নির্বাচনের নতুন তারিখ ও তফসিল পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে রাত ৯টার দিকে সংবাদ ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘২৮ সেপ্টেম্বর ভোট গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠীর কথা বিবেচনা করে নির্বাচনের তারিখ আগামী ২৫ সেপ্টেম্বর পুননির্ধারণ করা হলো।’ 

বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী ২৮ সেপ্টেম্বর কর্মদিবস থাকায় সেদিন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল জানিয়েছে অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘ রাকসু নির্বাচনের ভোট গ্রহণে পূর্বনির্ধারিত ১৫ সেপ্টেম্বরই চূড়ান্ত ছিল। কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন দাবি মানতে গিয়েই পরিবর্তনের ওই সিদ্ধান্ত নেওয়া হয়।’

রাকসু নির্বাচনের সংশোধিত তফসিল অনুয়ায়ী, মনোনয়নপত্র বিতরণ করা হবে ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল করা যাবে ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। ৬ ও ৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। ৮ সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যহার করা যাবে। ১১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ভোট গ্রহণ করা হবে ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪ পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় সূত্র জানানিয়েছে, ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর দাবি ও ছাত্রদলের দুই মাস সময় চাওয়ার অনুরোধের প্রেক্ষিতে মঙ্গল ও বুধবার দুই দফায় জরুরী সভা করে নির্বাচন কমিশন। বুধবারের সভা শেষে সংবাদ সম্মেলনে মনোনয়নপত্র বিতরণের সময় ৫ দিন বৃদ্ধিসহ তিনটি সিদ্ধান্তের কথা জানানো হয়।