বগুড়ার ধুনট উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি করেছে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। বিডি ক্লিন ধুনট-এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা সদরের ভরনশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় র্যালিটি শেষ হয়ে সেখানে বিডি ক্লিনের শপথবাক্য পাঠ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম ছোলায়মান হোসেন, সহকারী কমিশনার (ভুমি) খায়রুজ্জামান, ধুনট সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলার শিক্ষা কর্মকর্তা সুলতানা রাজিয়া, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ভরনশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রাজ্জাক, ছানোয়ার হোসেন, বিডি ক্লিন বগুড়া জেলা সমন্বয়ক রাকিব, ধুনট উপজেলা সমন্বয়ক রাসেল মাহমুদ, সদস্য জিসানুর রহমান, সাইফুল ইসলাম, তাফসির ও নোমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।