২৯ আগস্ট, ২০২৫

শ্যামনগরে পানিতে ডুবে নারীর মৃত্যু

শ্যামনগরে পানিতে ডুবে নারীর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে গোসল করতে নেমে জাহানারা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মানিখালী গ্রামে এদূর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বশির উদ্দীন গাজীর স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে পুকুরে গোসল করতে নেমে ওই নারী পানিতে তলিয়ে যায়। বহু খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর হতে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিকভাবে লাশ দাফন করা হয়েছে।