হারলে শিরোপার দৌড় থেকে ছিটকে যেতে পারে, আর জিতলে 'যদি' 'কিন্তুর' ওপর ভর করে টিকে থাকবে আশা। এমন কঠিন হিসেব নিকেশ নিয়ে সাফ অনূর্ধ্ব- ১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ।
শেষ পর্যন্ত ম্যাচটা ৪-১ গোলে ম্যাচ শেষ করেছে অর্পিতা বিশ্বাস-আলপি আক্তাররা । ম্যাচের হ্যাটট্রিক করেছেন সৌরভ আকন্দ। অন্য গোলটি থুইনু মারমার।
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথমার্ধের সাদামাটা ফুটবল খেলেছে বাংলাদেশ। ৩৮ মিনিটের প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে জীবন পড়ে নেপাল গোলকিপারের চোখ ফাঁকি দেন থুইনু মাটমা।তার বলে এগিয়ে যায় মাহবুবুর রহমানের দল। প্রথমার্ধের যোগ করা মিনিটে মামনি চাকমার বাড়ানো বল বক্সের ভেতর থেকে ব্যবধান দ্বিগুণ করেন সৌরভ।
ম্যাচটি ৪-১ গোলে শেষ করে বাংলাদেশ।