২৭ আগস্ট, ২০২৫

চলচ্চিত্র ক্যারিয়ার থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত অনন্ত জলিলের

চলচ্চিত্র ক্যারিয়ার থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত অনন্ত জলিলের

ঢালিউডের আলোচিত অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল তার চলচ্চিত্র ক্যারিয়ার থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার হাতে যে কয়েকটি অসমাপ্ত চলচ্চিত্রের কাজ রয়েছে, সেগুলো শেষ করার পরই তিনি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অনন্ত জলিলের এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ হিসেবে তার দুই ছেলের ইসলামিক পড়াশোনা ও ধর্মীয় মূল্যবোধের প্রতি তার ক্রমবর্ধমান মনোযোগকে উল্লেখ করেছেন।

অনন্ত জলিল জানান, তার বড় ছেলে এরই মধ্যে কোরআনের আট পারা হাফেজ হয়েছে এবং ছোট ছেলে দ্বিতীয়বারের মতো কোরআন খতম দিয়েছে। তিনি বলেন, “আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। বাবা-মা সিনেমা করে, এটা ভালো দেখায় না।” তিনি আরও বলেন, প্রথম যখন বর্ষা অন্তঃসত্ত্বা হন, তখনই তারা নিয়ত করেছিলেন তাদের সন্তানদের ইসলামিক শিক্ষায় বড় করবেন এবং ভবিষ্যতে তাদের মুফতি বানাবেন। এই কারণে বাবা-মায়ের চলচ্চিত্র অভিনয় তাদের ছেলেদের জন্য ইতিবাচক হবে না বলে মনে করেন অনন্ত।

কয়েক মাস আগেই অনন্ত জলিলের স্ত্রী, চিত্রনায়িকা বর্ষা চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। বর্ষা তখন কারণ হিসেবে বলেছিলেন যে, তার সন্তানেরা বড় হচ্ছে এবং তারা মাকে পর্দায় দেখলে কী ভাববে, তা ভেবেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। অনন্ত জলিল বর্ষার এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, তার ছেলেরা ইসলামিক ও জেনারেল দুই লাইনেই পড়াশোনা করছে, তাই তাদের মায়ের সিনেমা করা ভালো লাগবে না। অনন্ত-বর্ষা দম্পতির বহুল প্রতীক্ষিত সিনেমা 'নেত্রী: দ্য লিডার'-এর ৭০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে এবং ছবিটি শিগগিরই মুক্তির পরিকল্পনা রয়েছে।