২৭ আগস্ট, ২০২৫

ধুনটে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধুনটে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বগুড়ার ধুনটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ একেএম তৌহিদুল আলম মামুন।

সভায় বক্তব্য দেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পদক সাইফুল ইসলাম ভেটু, সাংগঠনিক সম্পাদক মুঞ্জিল হোসেন, যুবদল নেতা মোহাম্মদ আলী জন, ইয়াকুব আলী, বিপুল হোসেন, রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব উদ্দিন, রানা, ছাত্রদল নেতা রাকিবুল হাসান রকি, শাহাদৎ হোসেন ও আশিকুল কবির স্মরণ।

প্রস্তুতি সভায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।