বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পুকুরে আনুষ্ঠানিক ভাবে পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্ত করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল।
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ শ্লোগানকে সামনে রেখে মৎস্য সপ্তাহের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি, যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফেরদৌস আলম ও মৎস্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।