২৬ আগস্ট, ২০২৫

জেলা জজসহ ২৩০ বিচারককে বদলি

জেলা জজসহ ২৩০ বিচারককে বদলি

৪১ জন জেলা জজসহ জুলিশিয়াল সার্ভিসের ২৩০ জন বিচাররককে বদলি করা হয়েছে।

বদলি করা বিচারকদের মধ্যে জেলা জজ ছাড়াও ৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০  জন যুগ্ম জেলা ও দায়রা জজ েএবং সিনিয়র সহকারী জজ ও সহকারী পর্যায়ের ৯৬ জন জুডিশিয়াল সার্ভিসের সদস্য রয়েছেন।

আজ সোমবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পৃতক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির সিদ্ধান্ত জানানো হয়েছে।