২৬ আগস্ট, ২০২৫

পুলিশের ঊর্ধ্বতন পদে বড় রদবদল

পুলিশের ঊর্ধ্বতন পদে বড় রদবদল

পুলিশের ঊধ্বতন কর্মকর্তাদের পদে বড় ধরণের রদবদল হয়েছ। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে একাযোগে ৫২জন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

তাদের মধ্যে ১৮ জন অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি), ১২ জন মহাপরিদর্শক (ডিআিইজি), ৬ জন অতিরিক্ত ডিআইজি এবং ১৬ জন পুলিশ সুপার (এসপি) আছেন।

এই ৫২ কর্মকর্তার কারও কারও কর্মস্থল পরিবর্তন হয়েছ্ েকেউ আবার পুরোনো পদেই চলতি দায়িত্বের পরিবর্তে পূর্ণ দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (প্রশাসন), সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার এবং সাতটি জেলায় এসপি পদে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

১৮ অতিরিক্ত আইজিপি
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপিসহ (প্রশাসন) নিয়মিত ও সুপারনিউমাররি পদে পদোন্নতি পাওয়া ১৮ জনের দায়িত্ব নতুনভাবে দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশ টেলিকমের এ কে এম আওলাদ হোসেনকে সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের চলতি দায়িত্বে তাকা মো গোলাম রসুলকে এসবির পূর্ণ দায়িত্বে দেওয়া হয়েছে। 

একইভাবে সদর দপ্তরে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্বে থাকা মো. আকরাম হোসেনকে সদর দপ্তরে নিয়মিত দায়িত্বে দেওয়া হয়েছে।