গাইবান্ধার সাঘাটা উপজেলায় কৃষকদের টেকসই উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও বাজার ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে চলছে ফার্মার’স ফিল্ড বিজনেস স্কুল (এফএফবিএস) কার্যক্রম।
চিথুলীয়া কৃষক মাঠ ব্যবসা স্কুলের (গটিয়া, ভরতখালী) এ কার্যক্রমটি পরিচালনা করছেন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান ও এস. এম. মিজানুর রহমান। এফএফবিএস কার্যক্রমে কৃষি মার্কেটিং, খাদ্য ও পুষ্টি, ফসল সংগ্রহ ও সংগ্রহ-পরবর্তী ব্যবস্থাপনা, বাজার পরিদর্শন, উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার কৌশল বিষয়ে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এসএসিপি রেইনস প্রকল্পের সহায়তায় ভরতখালী ইউনিয়নের ২৮টি গ্রুপের ৩০ জন কৃষক সদস্য নিয়ে পরিচালিত হচ্ছে এই স্কুল। নিয়মিত ক্লাস ও মাঠ পর্যায়ের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা হালনাগাদ কৃষি জ্ঞান অর্জন করে মাঠ পর্যায়ে তা প্রয়োগ করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান জানান, “এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা ফসল সংগ্রহ, সঠিক সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনা ও লাভজনক বিপণন কৌশল শিখবেন। পাশাপাশি তারা জলবায়ু সহনশীল কৃষি চর্চার দিকেও এগিয়ে আসবেন।”
এক বছরের এ প্রকল্প বর্তমানে সাঘাটার ভরতখালী, সাঘাটা ও বোনারপাড়া—এই তিনটি ইউনিয়নে চালু রয়েছে। স্থানীয় কৃষকরা আশা করছেন, এ উদ্যোগ তাদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।