২৫ আগস্ট, ২০২৫

৫০০ ছুঁয়ে সাকিবের অনন্য কীর্তি

৫০০ ছুঁয়ে সাকিবের অনন্য কীর্তি

স্বীকৃত টি-টোয়েন্টির ৪৯৯তম উইকেটটি সাকিব আল হাসান পেয়েছিলেন ২০ আগস্ট ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে।

চার দিন ও দুই ম্যাচ পর ৫০০ পেয়ে গেলেন বাংলাদেশের অলরাউন্ডার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিড়ে অ্যান্টিগা অ্যান্ড ফ্যালকনসের হয়ে খেলা সাকিব আজ আ্যান্টিগাতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের পাকিস্তানি ব্যাটসম্যান মোহম্মদ রিজওয়ানের ক্যাচ নিয়ে পেয়ে গেছেন ৫০০তম উইকেট।

টি-টোয়েন্টি ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে সাকিব অনন্য এক কীর্তিতেও নাম লিখিয়েছেন ।

ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে েএই সংস্করনে ৭ হাজার রান ও ৫০০ উইকেটে ডাবল পেলেন সাকিব। 

রোববারের ম্যাচে আগে ২০ ওভারের ক্রিকেটে সাকিবের রান ছিল ৭৫৪৯।