২৪ আগস্ট, ২০২৫

যুদ্ধ বন্ধে পুতিন-জেলেনস্কি বৈঠকের আশা কমছে

যুদ্ধ বন্ধে পুতিন-জেলেনস্কি বৈঠকের আশা কমছে

রাশিয়ারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেকের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় অগ্রগতি আনবে বলে আশা করা হচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই বৈঠক আয়োজনে কথা বলেছিলেন। তবে এমন কোনো বৈঠঠকের ভিষয় নাকোচ করে দিয়েছে মস্কো।

ফলে আদৌ শেষ পর্যন্ত দুই নেতা এক টেবিলে বসতে যাচ্ছেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর হয়ে উঠেছেন ট্রাম্প। এরই ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট আলরাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি।

এরপর ১৮ আগস্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের নিয়ে হোয়াইট হাউসে বসেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেদিনই রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক আয়োজনের ঘাষণা দেন ট্রাম্প।

ট্রাম্পের ওই বক্তব্যের পর পুতিনের সঙ্গে বসার আগ্রহ দেখিয়েছিলেন জেলেনস্কি। তবে ক্রেমলিনের পক্ষ থেকে এটা নিয়ে খোলাসা করে কিছু বলা হয়নি।

এরই মধ্যে শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসির মিট দ্যা প্রেস উইথ ক্রিস্টেন ওয়াকার অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন রাশিয়ার পররাষ্ট্রমী সের্গেই লাভরভ। সেখানে বৈঠক নিয়ে যে আশার আলো দেখাছিয়েছিল। তাতে পানি ঢেলে দিয়েছেন তিনি।