২৪ আগস্ট, ২০২৫

মিরাজ কেন নেই টি-টোয়েন্টি স্কোয়াডে

মিরাজ কেন নেই টি-টোয়েন্টি স্কোয়াডে

জাতীয় দলে তিন সংস্করণেই নিয়মিত মুখ মেহেদী হাসান মিরাজ। বিশেষ করে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে মিরাজ আশা ভরসার নাম হয়ে উঠেছেন। তবে ধীরে ধীরে টি-টোয়েন্টি সংস্করণ থেকে দূরে সরছেন তিনি। গত এক বছর বাংলাদেশের খেলা ১৮ টি-টোয়েন্টির ৯ টিতে একাদশে ছিলেন মিরাজ। এবার তিনি ছিটকে গেছেন স্কোয়াড থেকেকেই।

এশিয়া কাপের ঠিক আগের নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়েছেন সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে। তার ছুটি শেষ হবে আগামী ৪ সেপ্টেম্বর। তবু এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়নি মিরাজকে। কিন্তু কেন?

কেন-এর জবাব এসেছে ওয়ানডে ও টেস্টে তাকে আরও সতেজ অবস্থায় পাওয়ার কথা। আজ এশিয়া কাপের দল নির্বাচনের ব্যাখ্যা দিতে এসে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছেন,‘সাদা বল কিংবা লাল বলের খেলা যদি বলি, দুটোর আবেদন ও প্রভাব আলাদা। মানুষ খেলেও আলাদা প্রবণতা নিয়ে। মিরাজ টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে আমাদের অমূল্য সম্পদ। শুধু আমাদের না, বিশ্ব ক্রিকেট তাকে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য চেনে। পাশপাশি টি-টোয়েন্টি ক্রিকেটের প্রভাব ব্যাটিংয়ে পড়ে, বোলিংয়ে আরও বেশি পড়ে।’

পরে প্রধান নির্বাচক যদিও বলেছেন, এশিয়া কাপের যদি ১৭ জনের স্কোয়াড হতো, তাহলে দলে থাকতেন মিরাজ। তার জায়গায় আরেক স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসানও এখন টি-টোয়েন্টিতে দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন।