মাদারীপুরের কালকিনিতে বিএনপি'র মহিলা দলের সদস্য সংগ্রহের জন্য ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ শনিবার বেলা ১২ টায় উপজেলার কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ে কলেজের হলরুমে এ ফরম বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি তার বক্তব্যে বলেন বিএনপি ক্ষমতায় এলে মহিলা ভোটারদের বিশেষ সুবিধা দেওয়া হবে।
যাহাতে বাড়িতে বসে কর্মসংস্থানের মাধ্যমে আয় করে আরও সাবলম্বি হতে পারে সে লক্ষে জনাব তারেক জিয়ার নেতৃত্বে নিরলস ভাবে কাজ করে যাবে এই বিএনপি সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ব্যাপারী, সদস্য সচিব মাহবুব মুন্সী এবং উপজেলা মহিলাদলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।