বগুড়ার ধুনট উপজেলায় বিএনপি’র কার্যালয় ভাঙচুর ও ককটেল হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী ওহিদুল ইসলাম (৪৮) নামে (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুবলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আজ শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় এলাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃত ওহিদুল ইসলাম এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে এবং ধুনট উপজেলা যুবলীগের সহসভাপতি। থানা পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে এক কর্মী সভা চলছিল। ওই সময় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে সেখানে ককটেল হামলা চালিয়ে কার্যালয় ভাংচুর করে।
ঘটনার প্রায় ৭ মাস পর গত ২৬ জানুয়ারী ধুনট উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওহিদুল ইসলাম এ মামলার এজাহার নামীয় আসামী।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ওহিদুল ইসলাম দীর্ঘদিন আত্মগোপনে ছিলো। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় এলাঙ্গী বাজারে স্থানীয় জনসাধারণ তাকে দেখতে পেয়ে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।