উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের নগর কয়ড়া গ্রামের কবরস্থান থেকে ১ নারীসহ ৭টি কঙ্কাল চুরি হয়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে এসব কঙ্কাল চুরি করে নিয়ে যায়। নগর কয়ড়া, কয়ড়া কৃষ্টপুর ও কয়ড়া চরপাড়া ৩টি গ্রামের সম্মিলিত কবরস্থান এটি।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে নগর কয়ড়া গ্রামের কয়েক ব্যক্তি তাদের স্বজনদের কবর জিয়ারত করতে গেলে বেশ কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি গ্রামের লোকজনকে জানালে তারা কবরস্থানে এসে দেখতে পান ৭টি কবর খোঁড়া।
কবরের মাটিগুলো এলোমেলভাবে উপরে ছড়ানো। তারা ভালোভাবে দেখেন পর পর সাজানো কবরে কোন মৃতদেহ নেই। চুরি যাওয়া মৃতদেহের কঙ্কালগুলোর মধ্যে রয়েছে, কয়ড়া কৃষ্টপুর গ্রামের হারুন আর রশিদ, মোসলেম মন্ডল, রুবেল হোসেন এবং কয়ড়া চরপাড়া গ্রামের মনু সরকার, ছানোয়ার শেখ, রহমত সরকার ও রুবি খাতুন। কঙ্কাল চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
কঙ্কাল চুরি যাওয়া হারুন আর রশিদের ছেলে লিটন হোসেন বলেন, যেসব মানুষের কঙ্কাল চুরি হয়েছে এগুলো সবই দুই থেকে তিন বছর আগে কবরস্থ করা। প্রতিটি কবরেই বাঁশের বেড়া দেওয়া ছিল।
দুর্বৃত্তরা বেড়াগুলো সরিয়ে রাতের অন্ধকারে কবর খুঁড়ে সারিবদ্ধ ৭টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। এভাবে তার বাবার মরদেহের কঙ্কাল চুরি হয়ে যাওয়ায় তারা যেমন কষ্ট পেয়েছেন তেমনি ক্ষুব্ধ হয়েছেন। অনুরূপ কথা বললেন রুবি খাতুনের ছেলে পিন্টুসহ অপর চুরি যাওয়া লোকজনের স্বজনেরা।
নগর কয়ড়া কবরস্থান কমিটির সহ-সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য আফজাল প্রামানিক জানান, কঙ্কাল চুরি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনা এর আগে তাদের এলাকায় ঘটেনি। এই ঘটনায় তাদের এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে। তারা এখন কবরস্থানে রাতের বেলায় পাহারার ব্যবস্থা করার উদ্যোগ নিচ্ছেন। বিষয়টি উল্লাপাড়া মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, নগর কয়ড়া কবরস্থানে কঙ্কাল চুরির খবর পেয়ে ইতোমধ্যেই তিনি তার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কথা বলেছেন এলাকার লোকজনের সঙ্গে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।
কবরস্থান পরিচালনা কমিটি বা কঙ্কাল চুরি হওয়া ব্যক্তিদের স্বজনেরা অভিযোগ করলে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে রাতে সংশ্লিষ্ট এলাকায় যাতে লোকজন কবরস্থান পাহারার ব্যবস্থা নেয় সে ব্যাপারে থানা থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।