২২ আগস্ট, ২০২৫

সাপ ও বন্য প্রাণী সংরক্ষণের শিক্ষার্থীদের সচেতনতার প্রদর্শনী

সাপ ও বন্য প্রাণী সংরক্ষণের শিক্ষার্থীদের সচেতনতার প্রদর্শনী

নাসিরনগর উপজেলায় সাপসহ বিভিন্ন বন্য প্রাণী সংরক্ষণের আয়োজনে ইপজেলার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায় ক্রমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে উপজেলার বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সম্প্রতি নাসিরনগর সরকারি কলেজ, গোকর্ণ  উচ্চ বিদ্যালয়, চাপড়তলা উচ্চ বিদ্যালয় ও দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসায়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে সচেতনতামূলক সেমিনার ও প্রদর্শনীর  এসব আয়োজনে প্রাণী বিশেষজ্ঞ, বন বিভাগের প্রতিনিধি ও শিক্ষকরা শিক্ষার্থীদের সামনে সাপ ও বন্য প্রাণীর পরিবেশগত গুরুত্ব তুলে ধরেন মোঃ জুবাইদ  রহমান বলেন,কোন বিষধর তার অনুভূতির মাধ্যমে টেরপায়  পায়  তার পাশে দিয়ে কোন ধরনের প্রাণি যাচ্ছে।

তবে নড়াছড়া না করলে কোন প্রাণি কে সাপে কামড় দেয় না এবং তার পাশ দিয়ে আস্তে আস্তে চলে যাব।

প্রদর্শনীতে  অংশ গ্রহণকারী শিক্ষার্থী রাফি মিয়া জানায়,সাপ দেখলেই আগে ভয় পেতাম, মেরে ফেলতাম। এখন বুঝেছি, 'প্রকৃতি সুরক্ষার জন্য বিনা কারণে কোন প্রাণি কে মারা যাবে না ।
মাদ্রাসার ছাত্রী শামীমা বলেন,আগে সাপ দেখলে ভয় পেতাম।আজ বাস্তবে সাপ হাতে নিয়েছি, ভয় পাইনি।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন,বন্য প্রাণী হত্যা বা শিকার বন্ধে মানুষকে সচেতন করতে হলে শিক্ষার্থীদের দিয়েই শুরু করতে হবে। তারা পরিবেশ রক্ষার ভবিষ্যৎ সৈনিক।”