বগুড়ার ধুনট উপজেলায় অটোভ্যান উল্টে হাওয়া খাতুন (৪২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ধুনট-সোনাহাটা সড়কের সরুগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাওয়া খাতুন ধুনট সদরের পাকুড়িহাটা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।
জানা যায়, হাওয়া খাতুনের বাবার বাড়ি নিমগাছী ইউনিয়নের শিয়ালী গ্রাম। বাড়িতে মা অসুস্থ্য হয়ে পড়েছেন। মায়ের চিকিৎসার জন্য বাবার বাড়ি থেকে মাকে সঙ্গে নিয়ে অটোভ্যানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিলেন হাওয়া খাতুন।
পথিমধ্যে সরুগ্রাম এলাকায় পৌছুলে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান হাওয়া খাতুন।
এ ঘটনায় তার মা ও ভ্যান চালকসহ অন্তত তিনজন আহত হোন। আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। ধুনট থানার ওসি সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।