বগুড়ার ধুনট উপজেলায় রাজনৈতিক মামলায় শমসের আলী নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসী।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে চিকাশী ইউনিয়নের বড় চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শমসের আলী ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে।
মানববন্ধনে এলাকার শতাধিক নরী/পুরুষ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান শমসের আলী দীর্ঘ ৩০/৩৫ বৎসর যাবৎ ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। এলাকায় তিনি একজন সৎ ব্যবসায়ী হিসেবে পরিচিত। গ্রামের মসজিদ-মাদ্রাসার ও সামাজিক উন্নয়নে তিনি সক্রিয় ভাবে অংশ গ্রহন করেন।
কোনো রাজনৈতিক দলের পক্ষে কখনো মিছল-মিটিং এ অংশ গ্রহন করেন না। কিন্তু অতর্কিত পুলিশ মধ্যরাতে বাড়ি থেকে তাকে তুলে নিয়ে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া আশিক খাঁন বলেন কেউ ব্যক্তিগত শত্রুতার সুযোগ নিয়ে পুলিশকে টাকা দিয়ে ব্যবসায়ী শমসের আলীকে গ্রেপ্তার করিয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করছি।
প্রসঙ্গত গত ১৪ আগস্ট দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে ধুনট থানা পুলিশ শমসের আলীকে গ্রেপ্তার করে। ১৫ আগস্ট তাকে বিএনপির কার্যালয় ও হোটেল আরাফাত ভাংচুর ও লুটপাট পাটের মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।