বাংলাদশ জাতীয়তাবাদী স্বছাসবকদলর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্য বগুড়ার ধুনট ইউনিয়ন ও পর এলাকার ওয়ার্ড প্রতিনিধিদর সঙ্গ মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছ। রাববার বিকল ৫টার দিক ধুনট মডল মসজিদ সভা কক্ষ এ সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজলা স্বছাসবকদলর আহবায়ক আলফিজুর রহমান স্বপনর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখন বগুড়া জলা স্বছাসবক দলর যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল রহমান শুভ।
ধুনট উপজলা স্বছাসবক দলর সদস্য সচিব মাহাবুবুল হক রঞ্জু ও পর স্বছাসবক দলর সদস্য সচিব রাজু মিয়া’র সঞ্চালনায় মতবিনিময় সভায় আরা বক্তব্য দন বগুড়া জলা স্বছাসবক দলর যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আল আমিন সরকার, সুলতান মাহমুদ, সহসাধারণ সম্পাদক আপল মাহমুদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরিফ হাসান বিপু, সহক্রীড়া সম্পাদক ইফরিত ইসলাম লিটু, সদস্য শাহিন শখ, ওয়ালিদ হাসান দয়াল, শাকিল প্রামানিক, উপজলা স্বছাসবক দলর যুগ্ম আহবায়ক রাজিব উদ্দিন, পর স্বছাসবকদলর যুগ্ম আহবায়ক মাশারফ হাসন।
মতবিনিময় সভায় বিভিন ইউনিয়ন ও ওয়ার্ড স্বছাসবক দলর নতবদ মতবিনিময় সভায় অংশ নন।