সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ যোহর কলেজ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ধুনট সরকারি কলেজের অধ্যক্ষ একেএম ছোলায়মান আলী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়া, সহসভাপতি শান্ত মিয়া, শাকিল আহমেদ, রিয়াদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন প্রান্ত, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, মুজাহিদ হোসেন, দেলোয়ার হোসেন, মারুফ হাসান, সাংগঠনিক সম্পাদক শাকিল মিয়া, প্রচার সম্পাদক সামাউল ইসলাম সায়মন, ছাত্রদল নেতা সানজিদা খাতুন, শাকিল, মনির, রিয়াদ, জিহাদ, নাসিম, সিজানুর রহমান ও রানা সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে কলেজের শিক্ষক-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।