১৭ আগস্ট, ২০২৫

প্রতিটি জামায়াত কর্মীকে সমাজকর্মী হতে হবে

প্রতিটি জামায়াত কর্মীকে সমাজকর্মী হতে হবে

শনিবার সকাল ৯ ঘটিকায় বানেশ্বর সাংগঠনিক অফিসে রাজশাহী জেলা জামায়াতের উদ্যোগে মানবসম্পদ বিভাগের তত্ত্বাবধানে মাঠ পর্যায়ে প্রশিক্ষিত সমাজকর্মী তৈরির লক্ষ্যে কর্মশালা (তৃতীয় পর্ব) অনুষ্ঠিত হয়।

জেলা মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অধ্যাপক কামারুজ্জামান এর সভাপতিত্বে উক্ত কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ আখতার হোসেন মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম মুর্তজা, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও রাজশাহী-৫  (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

উক্ত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, "প্রতিটি জামায়াতকর্মী হবে সমাজকর্মী" এই স্লোগানটাকে বাস্তবে রূপ দিতে হলে আমাদের বেশি বেশি করে সামাজিক কাজ করতে হবে।

সামাজিক কাজ করার মাধ্যমে সুখে- দুঃখে মানুষের পাশে থাকতে হবে। তাহলেই একটি কল্যাণধর্মী রাষ্ট্র ও সমাজ গঠনে আমরাও সাধারণ মানুষকে পাশে পাবো ইনশাআল্লাহ।

উক্ত কর্মশালায় দুর্গাপুর, পুঠিয়া, বাঘা, চারঘাট উপজেলার মাঠ পর্যায়ে প্রশিক্ষিত সমাজকর্মীগণ অংশগ্রহণ করেন।