শনিবার উল্লাপাড়ায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদ এসব অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে বলরাম মন্দির চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বলরাম মন্দির থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে গোপাল জিউ মন্দির গিয়ে শেষ।
জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেন, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান,
সাবেক মেয়র এম. বেলাল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমিন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন সরকার, সহ-সভাপতি গণেশ দত্ত প্রমুখ। পরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।