সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক যুবককে মারধর ও ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তিন পুলিশ সদস্যসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভুক্তভোগী মোঃ জাহিদুল ইসলাম (১৯) সিরাজগঞ্জ আমলী আদালত (উল্লাপাড়া) এ মামলা (২৩৭/ক(খ)) দায়ের করেন।
আসামিরা হলেন, বালসাবাড়ী গ্রামের দেলোয়ার হোসেন দুলালের ছেলে মোঃ রুবেল হোসেন, উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আব্দুল হালিম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ আব্দুস সাত্তার এবং কনস্টেবল মোঃ মেজবাহ আলী। বাদী জাহিদুল ইসলাম সলপ ইউনিয়নের কানসোনা গ্রামের হাচেন আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ৯ আগস্ট রাতে রুবেল মোটরসাইকেল নিয়ে জাহিদুলের বাড়ির সামনে আসেন। কিছুক্ষণ পর মোটরসাইকেলটি হারিয়ে গেলে রুবেল অভিযোগ করেন, জাহিদুল বা তার লোকজন সরিয়ে নিয়েছে।
এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরদিন রুবেল থানায় অভিযোগ করেন।
বাদীর অভিযোগ, ১০ আগস্ট রাতে রুবেল তিন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে তার বাড়িতে এসে মোটরসাইকেল ফেরত দেওয়ার পাশাপাশি ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। জিজ্ঞাসাবাদের নামে তাকে মারধরও করা হয়।
প্রধান আসামি রুবেল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, জাহিদুল আমার বন্ধু হলেও কৌশলে আমার মোটরসাইকেল চুরি করেছে। চাঁদা দাবির কথা সম্পূর্ণ মিথ্যা।
এসআই আব্দুল হালিম বলেন, রুবেলের হারানোর মোটরসাইকেলটি উদ্ধারের জন্য অভিযোগের প্রেক্ষিতে রাতে জাহিদুলের বাড়িতে তারা যান এবং তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। জাহিদুল তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে বাঁচার চেষ্টা করছেন।