১২ আগস্ট, ২০২৫

পারস্য উপসাগরে ১৭ বিদেশিসহ তেল ট্যাংকার আটক করেছে ইরান

পারস্য উপসাগরে ১৭ বিদেশিসহ তেল ট্যাংকার আটক করেছে ইরান

পরস্য উপসাগরে ২০ লাখ লিটারেরও বেশি চোরাচালানকৃত জ্বালানি তেল বহনকারী একটি ট্যাংকার আটক করেছে ইরান। এ সময় ১৭জন বিদেশি নাগরিককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

সোমবার ইরানি সীমান্ত পুলিশের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আলী গৌদারজি বলেন, নৌবাহিনীর সহযোগিতায় জাস্ক বন্দরের কাছ থেকে এটি আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, জড়িত ১৭ জন  বিদেশি সন্দেহভাজনকে অটক করা হয়েছে। তাদের বন্দরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিশেষজ্ঞতা জব্দ করা জ্বালানির মূল্য ৭৫৯ বিলিয়ন ইরানি রিয়াল বলে অনুমান করেছেন। গৌদারাজি জোর দিয়ে বলেনম সমুদ্র ও স্থল উভয় সীমান্তে অন্যান্য সামরিক ইউনিটের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত বাহিনী চোরালান নেটওয়ার্কগুলোকে মারাত্মক আঘাত করেছে।
বিশেষজ্ঞরা জব্দ করা জ্বালানির মূল্য ৭৫৯ বিলিয়ন ইরানি রিয়াল বলে অনুমান করেছেন। গৌদারজি জোর দিয়ে বলেন, সমুদ্র ও স্থল উভয় সীমান্তে অন্যান্য সামরিক ইউনিটের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত বাহিনী চোরাচালান নেটওয়ার্কগুলোকে মারাত্মক আঘাত করছে।