১১ আগস্ট, ২০২৫

খুব দ্রুত আপনাদের সঙ্গে দেখা হবে: তারেক রহমান

খুব দ্রুত আপনাদের সঙ্গে দেখা হবে: তারেক রহমান

অতি শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১০ আগস্ট) বিকালে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজশাহী নগরীর মাদরাসা মাঠসংলগ্ন ঈদগাহ রোডে আয়োজিত এই সম্মেলনে বক্তব্যের শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ইনশআল্লাহ, অতি শিগগিরই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে।’