বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য হলো মানুষকে কথা বলতে দিবে না। সব কিছু নিজের ইচ্ছা মতো করবে।
যারাই কথা বলবে তাদের উপরেই জুলুম নির্যাতন করবে। বাংলাদেশের মানুষ ভারতের তাবেদারী করবে না, কোন অন্যায় সহ্য করবে না। যারা ভারতের মদদে ক্ষমতায় এসেছিল, তারা ভারতেই পালিয়ে গিয়েছে। আবার যারা ভারতের দালালি করে ক্ষমতায় আসতে চাইবে তাদেরও একই পরিনতি হবে।
আওয়ামী স্টাইলের নির্বাচন এ দেশের জনগণ মেনে নিবে না। তামাশার নির্বাচন আর করতে দেয়া হবে না। লেবেল প্লেইন ফিল্ড নিশ্চিত করেই নির্বাচন করতে হবে।
শনিবার ( ৯ আগস্ট) বিকেলে হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে আমডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াত নেতারা বিদেশে পালিয়ে যেতে পারতো, আতাত করতে পারতো, কিন্তু আমাদের নেতারা সেটা করেনি। ফাঁসির মঞ্চে গিয়েছে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেনি। জামায়াত আতাতের রাজনীতি করে না।
জামায়াত নেতাদের বিচার ছিল অবৈধ। অন্যায়ভাবে শীর্ষ নেতৃবৃন্দদের ফাঁসি দেয়া হয়েছে।
যারা বিচারিক গণহত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান জামায়াতের এই শীর্ষ নেতা।
তিনি আরও বলেন, অতীতে ক্ষমতায় আসা রাজনৈতিক দলগুলো নিজেরা বাড়ি, গাড়ি, ও সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে। সুযোগ পেলে জামায়াতে ইসলামী এ দেশকে দুর্নীতিমুক্ত, আধুনিক ও মানবিক কল্যাণ রাস্ট্র হিসেবে গড়ে তুলবে ।
হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রাকিবুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমীর মোঃ রাশেদুল ইসলাম শহীদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মোঃ সোলায়মান হোসেন, সলঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি মোঃ রাকিবুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সলঙ্গা থানা সভাপতি মোঃ আনিছুর রহমান সিরাজগঞ্জ রোড শিবিরের সভাপতি মোঃ আব্দুল্লাহ প্রমুখ।