১০ আগস্ট, ২০২৫

সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলামকে (৩২) গ্রেফতার করেছে বগুড়া ডিবি পুলিশ।

শনিবার (০৯ আগস্ট) সকালে বগুড়া শহরের চার মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার করমজা ইউনিয়নের আফরা গ্রামের ফজর আলীর ছেলে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

আজ সকালে তাকে আনতে বগুড়াতে পুলিশ পাঠানো হয়েছে। নিয়ে আসলে তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।