আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদনের বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত না নিলে ঢাকা থেকে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন কর্মসূচিতে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থী মিজানুর রহমান মিলন বলেন, প্রতিষ্ঠার আট বছর পরও আমাদের একটি স্থায়ী ক্যাম্পাস নেই। ভাড়া করা ভবনে নানাবিধ দুর্ভোগে পড়েও আমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছি। সাতবার সংশোধন করে প্রকল্প ব্যয় ৯ হাজার ২৩৪ কোটি টাকা থেকে কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় আনা হলেও সেটি একনেক সভার এজেন্ডায় অন্তর্ভুক্তই হয়নি। বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এটি চরম অবিচার।
তিনি আরও বলেন, সরকার যদি ৪৮ ঘণ্টার মধ্যে প্রকল্প অনুমোদনের বিষয়ে আশ্বস্ত না করে, তাহলে রোববার (১০ আগস্ট) থেকে আমরা ঢাকা মহাসড়ক অবরোধ করবো। প্রয়োজনে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, শিক্ষার্থীরা হৃদয় সরকার, জাকারিয়া, সমুদ্র, মেরাজ ও হাসান।
এর আগে সকাল থেকেই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আধাবেলা প্রশাসনিক কর্মবিরতি পালন করেন এবং ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান নেন। দুপুর ১২টায় হাটিকুমরুল হাইওয়ের গোলচত্বরে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রতিষ্ঠার নয় বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। সাত দফা সংশোধনের পরও প্রকল্প অনুমোদন না হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
ডিপিপি অনুমোদনের দাবিতে ২৬ জুলাই থেকে আন্দোলনে নেমেছেন তারা। চলছে সড়ক অবরোধ, মানববন্ধন, সাংস্কৃতিক প্রতিবাদ ও গণসংযোগসহ নানা কর্মসূচি। এসব কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও সংহতি প্রকাশ করেছে।