৭ আগস্ট, ২০২৫

৩-১ গোলে লাওসকে হারালো বাংলাদেশ

৩-১ গোলে লাওসকে হারালো বাংলাদেশ

অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে লওসের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে আজ প্রথম গোলটি করেন মোসাম্মত সাগরিকা।

এই গোলটি এসেছে ম্যাচের ৩৬ মিনিটে। শান্তি মার্ডির কর্নার থেকে আসা বলে মাথা ছুুইয়ে বল জালে জড়ান সাগরিকা।

এর পর আরো দুই গোল দিয়েছে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ লাওসও বাংলাদেশের জালে একটি গোল জড়িয়েছে।

গত মাসে ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচে ৮ গোল করে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।