৬ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা

ঠাকুরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা

সরকার ঘোষিত প্রথমবারের মতো পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে এই ঐতিহাসিক আন্দোলনের শহীদদের।

এ উপলক্ষে সোমবার (৫ আগস্ট) সকালে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় নির্মাণাধীন (নতুন) শহীদ স্মৃতিস্তম্ভে  পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ বিভাগ,জেলা বিএনপি,প্রেসক্লাব, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী ,প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৪ জেলায় এই দিবসটি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে ঠাকুরগাঁওয়েও সরকারি ও বেসরকারি উদ্যোগে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, গণসংগীত পরিবেশনা ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন হয়।