জামালপুরে জুলাই অভ্যুত্থানে সাংবাদিক ও সুশীল সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে।
জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, অধ্যাপক আব্দুল হাকিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সাংবাদিকরা শুধু সংবাদ প্রকাশই নয় বরং সমাজের বিবেক ও অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করছে।
জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে জেলার সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গরাও ভুমিকা রেখেছেন। আন্দোলন চলাকালে কোন প্রকার নিরাপত্তা ছাড়াই জীবনের ঝুকি নিয়ে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ ও পরিবেশন করেছেন।